কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট :

১: যখন কোনো ব্যক্তির চোখ থেকে অশ্রু ঝরে তাহলে সেটা প্রথমে ডান চোখ থেকে ঝরে আর যখন কোনো ব্যক্তির চোখ থেকে কষ্টের অশ্রু ঝরে তাহলে প্রথমে সেটা বাম চোখ থেকে পড়ে এবং কোনো ব্যক্তি যখন চিন্তিত থাকে তাহলে দুই চোখ থেকেই পানি পড়ে।

২: যখন আপনার মুড অফ থাকবে তখন আপনি আপনার রুমটা গোছাতে পারেন, কারণ আপনি যখন আপনার রুম বা ঘরবাড়ি পরিষ্কার করবেন তখন আপনার ব্রেইন থেকে Dopamine Chemical রিলিজ হবে এবং এই Chemical আপনাকে একপ্রকার হ্যাপিনেস দিতে থাকে।

৩: আমরা রাতে যখন স্বপ্নে দেখি তখন ঐ স্বপ্নটা কোথায় থেকে শুরু হয়েছিল অর্থ্যাৎ স্বপ্নের শুরুটা আমরা মনে রাখতে পারি না।

৪: আমরা যখন হাসি তখন আমাদেরকে মেকআপ এর তুলনায় ৭০% সুন্দর দেখায়।

৫: যখন আপনি কারো সাথে হ্যান্ডশেক করবেন তখন খেয়াল রাখবেন আপনার হাত যেনো গরম থাকে এতে সামনের ব্যক্তিটি আপনাকে Confident মনে করবে এবং আপনার সম্পর্কের সব ভাবনা পজেটিভ আসবে।

৬: যখন আমরা আমাদের নিজেদের পছন্দের জামা পড়ি তখন আমরা নিজেদেরকে স্বাভাবিকের তুলনায় বেশি confident ফিল করি।

৭: যে সকল ব্যক্তিরা বেশি ইমোশনাল হয় তারা তাদের স্বপ্নের পেছনে তত বেশি ছুটে বা ছুটতে পছন্দ করে অর্থ্যাৎ তারা তাদের স্বপ্নের সাথে emotionally attached হয়ে যায় এবং তাদের স্বপ্ন তারাতারি পূরণও হয়।

৮: আপনি আয়নায় নিজেকে যতটা এট্রাক্টিভ এবং সুন্দর দেখেন লোকেরা আপনাকে তার থেকেও ৩ গুন বেশি এট্রাক্টিভ এবং সুন্দর দেখে।

৯: Octophobia হলো এমন এক ধরনের ফোবিয়া যেখানে ব্যক্তি নাম্বার ৮ কে দেখে ভয় পায় এবং Triskaideka Phobia হলো এমন এক ধরনের ফোবিয়া যেখানে ব্যক্তি নাম্বার ১৩ কে দেখে ভয় পায়।

১০: একটা সাইকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী যারা নিজের বেস্টফ্রেন্ড কে বিয়ে করে বা এমন কাউকে বিয়ে করে যার সাথে পূর্বে বন্ধুত্ব ছিলো তাহলে সেখানে ভবিষ্যৎ এ ডিভোর্স হওয়ার সম্ভাবনা ৭২% কমে যায়।🖤🥀