#_নারী
👉👉শাস্ত্রে এটা স্পষ্ট ভাবে উল্লেখ্য যেঃ-

বিনা দোষে যদি কোনো পুরুষের কারণে একজন অবলা(নিরীহ) নারীর চোঁখ থেকে জল পড়ে! তবে সেই চোঁখের জল বৃথা হয়না। ফলশ্রুতিতে ঐ পুরুষের আয়ূ,যশ,মান,প্রতিপত্তি, ধন,জন সবই ধ্বংস হয়।🙅🙅

একমাত্র ঐ নারী ক্ষমা করা ছাড়া এর কোনো নিস্তার নেই। শুধু সময়ের অপেক্ষা..... কর্মফল যে ভোগ করতে হবে সেটা সুনিশ্চিত। শাস্ত্রে যা-কিছু উল্লেখ্য তা চলমান কার্যের দ্বারা আমাদের প্রত্যেকের জীবনে ঘটেই চলেছে। সনাতন শাস্ত্রে একজন নারীকে নিরীহ ব্যক্তি বলে বর্ননা করা হয়েছে। তাদেরকে অপমান বা আগাত কিংবা প্রহার কোনোটাই করা যাবেনা।💓💓

উদাহরণ স্বরূপ মহাভারত অংশে দ্রোপদীর বস্ত্র হরন এবং গান্ধারীর শত পুত্র হারানোর শোকে গান্ধারীর দেওয়া অভিশাপ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাথানত করে গ্রহন করেছিলেন....🙏🙏

(জয় শ্রীল প্রভুপাদ)
হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং খুবই শক্তিশালী, কেননা পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন, কোন পার্থক্য নেই....

পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব.

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে...

হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হউন...

জয় শ্রীল প্রভুপাদ 🙏